আমাদেরবাংলাদেশ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার ওহাইওতে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছে বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম ডেটন ডেইলি নিউজ।
স্থানীয় সময় রোববার দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে একটি বারে হামলা চালানো হয়। ঘটনায় অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা আর টি। মিয়ামি ভ্যালি হাসপাতালের মুখপাত্র সংবাদ সংস্থা এবিসিকে জানিয়েছেন, ডেটনের ওরিগন জেলা থেকে ১৬ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানায়, হামলাকারী লম্বা একটি বন্দুক ব্যবহার করেছেন। এর আগে টেক্সাসের এল পাসো শহরের সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের স্টোরে বন্দুক হামলায় ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে অ্যালেনে ক্রুসিয়াস নামের এক তরুণ এই হামলা চালান।