ঢাকা।। শনিবার (৮ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই অভিনেতা লিখেছেন, ‘আমি আপনাদের বলেছিলাম। হাসপাতালে ছাড়ার পরিকল্পনা: হ্যাঁ।
আজ বিকেলে আমার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আপনাদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। বাড়িতে ফিরতে পারছি বলে অনেক খুশি। আমাকে ও আমার পরিবারকে কোভিড-১৯ থেকে মুক্ত হতে সাহায্য করায় নানাবতি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের ছাড়া এটি সম্ভব হতো না।’
এর আগে শনিবার সকালে অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমিতাভ বচ্চন। তার ব্লগে এই অভিনেতা লেখেন, ‘স্বীকার করছি অভিষেককে নিয়ে এখন দুশ্চিন্তা হচ্ছে। আজ সকালে তার স্যোয়াব টেস্ট করা হয়েছে। বাড়ি ফিরতে পারবে কিনা তা বিকেলের মধ্যে জানা যাবে।
প্রার্থনা।’করোনা আক্রান্ত হয়ে গত ১১ জুলাই থেকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি অভিষেক বচ্চন। তার বাবা অমিতাভ বচ্চন, স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যও করোনা আক্রান্ত হয়েছিলেন। ইতোমধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত