আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মিথ্যা বলে বাধ্য হয়ে এবার সংবাদ সম্মেলন ত্যাগ করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার নিউজার্সিতে নিজের বেডমিনিস্টার গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ভেটেরানস চয়েস প্রোগ্রাম তিনি পাস করেছিলেন। যদিও সাবেক সেনা কর্মকর্তাদের চিকিৎসা সহায়তা সংক্রান্ত ওই বিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পাশ হয়। ২০১৪ সালে ওই বিল পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ও অ্যারিজোনার জন ম্যাককেইন ।
এর আগেও ট্রাম্প একই দাবি করেন। শনিবার ওই দাবির পর সিবিএসের প্রতিনিধি বলেন, প্রেসিডেন্ট মিথ্যা বিবৃতি দিয়েছেন। এরপরই তড়িঘড়ি করে সম্মেলন ত্যাগ করেন ট্রাম্প।