আমাদেরবাংলাদেশ ডেস্কঃ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ শরীফকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। চৌধুরী সুগার মিলস মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এই গ্রেপ্তার করেছে। মরিয়ম নওয়াজ শরীফের চাচাতো ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এনএবি এ কথা জানিয়েছে। এনএবি জানিয়েছে, মরিয়ম নওয়াজ ও ইউসুফ আব্বাসকে চৌধুরী সুগার মিলস মামলায় গ্রেফতার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনএবি চেয়ারম্যানের নির্দেশে চিকিৎসকদের একটি দল মরিয়ম নওয়াজ ও ইউসুফ আব্বাসের মেডিকেল পরীক্ষা করবে। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুজনকেই আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, চৌধুরী সুগার মিলস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মরিয়ম নওয়াজকে আজ বেলা তিনটায় তলব করেছিল এনএবি। কিন্তু তিনি সেখানে হাজির হননি। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।