আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে নতুন সামরিক শক্তি প্রদর্শন করছে ইরান। সেখানে নিহত জেনারেল কাসেম সোলাইমানির নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।যুক্তরাষ্ট্রের সম্প্রতি উত্তেজনা যখন বাড়ছে ঠিক এমন সময়ে নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান।এদিন ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার ‘জেনারেল কাসেম সোলাইমানি’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার কিলোমিটার পাল্লার ‘আবু মাহদি আল মুহানদেস’ নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।
দু’টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো দেশে হামলার জন্য নয় বরং প্রতিরক্ষামূলক। প্রতিবেশী দেশগুলোকে আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি।
এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি বিপ্লবের পর গেল চার দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনও ভাবেই তুলনাযোগ্য নয়।চলতি বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপ-প্রধান আবু মাহদি আল মুহানদেস।
কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী প্রস্তাব পাস হয়নি। ফলে আগামী অক্টোবর থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে মধ্যপ্রাচ্যের দেশটি।।
আমাদেরবাংলাদেশ/আরাফাত