আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। পরিস্থিতি মোকাবেলায় ১০টি অঙ্গরাজ্যসহ অস্ট্রেলিয়া ও কানাডার সহযোগিতা চেয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম।দাবানলে এরই মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। ৪৩ জন বেসামরিক নাগরিক ও দমকলকর্মী আহত হয়েছেন। দাবানল মোকাবেলায় ১২ হাজারের বেশি দমকলকর্মী কাজ করছে।
শুক্রবার কোন কোন জায়গায় আগুন দ্বিগুণ হারে বেড়ে যায়। পুড়ে যায় বহু বাসভবন। এতে অন্তত এক লাখ ৭৫ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। গত কয়েকদিনে সেখানে প্রায় ১২ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ক্যালিফোর্নিয়া। ওই অঙ্গরাজ্যে অন্তত সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত