মুন্সী মেহেদী হাসান ,নিজস্ব প্রতিবেদক ঃ
শিল্পাঞ্চল সাভারের কাউন্দিয়া এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় জড়িত ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকার টলাটলি মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানায় ধর্ষিতার স্বজনরা।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক( অপারেশন) মোঃ জাকারিয়া হোসেন জানান, কাউন্দিয়া এলাকার মুদি দোকানী আরিফুল ইসলাম ও তার স্ত্রী রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময়, একই এলাকার বখাটে যুবক রায়হান, আলামিনসহ আরো ৩ বখাটে যুবক তাদেরকে জোর পূর্বক নির্জন স্থানে নিয়ে যায়। এরপর আরিফকে বেধেঁ রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ঐ বখাটেরা। গভীর রাতে এ বিষয়টি কাউকে বললে প্রানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে আরিফ ও তার স্ত্রীকে ছেড়ে দেয় তারা। এঘটনার ধর্ষিত নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালায় পুলিশ এবং কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হান ও আলামিনকে গ্রেফতার করা হয়। গণধর্ষণের শিকার ঐ গৃহবধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র( ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে) প্রেরণ করা হয়েছে। সেই সাথে ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।