আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে হারিকেন লরা। এরই মধ্যে লরার আঘাতে লন্ডভন্ড হয়েছে কিউবা। মারা গেছেন অন্তত ২০ জন।
‘লরা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে বলে জানিয়েছে দ্যা ন্যাশনাল হারিকেন সেন্টার।বুধবার মেক্সিকো উপসাগর দিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানার কথা রয়েছে হারিকেনটির। লরার প্রভাবে লুইজিয়ানা এবং টেক্সাসে ১১ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ২ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
লুইজিয়ানায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণ সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি।টেক্সাসের বোমন্ত, গ্যাল্ভেস্টন এবং পোর্ট আর্থার শহর থেকে অন্তত ৩ লাখ ৮৫ হাজার মানুষ এবং লুইজিয়ানা থেকে ২ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। লুইজিয়ানা উপকূলে ‘লরার’ সঙ্গে ‘মার্কো’ নামে একটি মৌসুমি ঝড় আঘাত হানার কথা রয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত