আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ খেলতে বর্তমানে আরব আমিরাতে গেছে দলটি।
সেখানেই একেরপর এক খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পরছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন দলটির অন্যতম ক্রিকেটার ঋতুরাজ গায়গোয়াড়। এর আগে বৃহস্পতিবারের পরীক্ষায় ফাস্ট বোলার দীপক চাহারের করোনা টেস্টের ফল পজেটিভ এসেছিল। চেন্নাইয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করোনা ধরা পড়ল ঋতুরাজ গায়কোয়াড়ের।
নিয়ম অনুসারে যাদের করোনা ধরা পড়ছে তাদের এখন ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। আইপিএল কোয়ারেন্টাইন প্রটোকল অনুসারে, কোভিড পজেটিভ ব্যক্তিদের এই ১৪ দিনের মেয়াদের মাঝে ১০, ১৩ ও ১৪তম দিনে করোনা পরীক্ষা করা হবে।শুক্রবার চেন্নাই শিবিরের অনেকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও অফিসিয়াল সহ এখন দলটির মোট ১৯জন করোনায় আক্রান্ত।
এদিকে শনিবার সকালে চেন্নাই শিবির টুইট করে সুরেশ রায়নার দেশে ফেরার খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি এবারের আইপিএলে খেলবেন না।এই প্রথমবার রায়নাকে আইপিএলে দেখা যাবে না।তার না থাকা চেন্নাই শিবিরের জন্য বড় আঘাত। এবার ঋতুরাজ করোনায় আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠল চেন্নাইয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়েই।
আমাদেরবাংলাদেশ/রিফাত