শেরপুর সংবাদদাতা।। শেরপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের যুব সংগঠক আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৩১ আগস্ট)।
গত বছরের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা মহামারী বিবেচনায় আজ তার পরিবারের পক্ষ থেকে শহরের শীতলপুর মসজিদে বাদ জোহর মরহুমের রূহের মাহফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সেইসাথে জেলা সেক্টর কমান্ডার ফোরামের পক্ষ থেকে সুবিধামত স্থানে ও সময়ে তার আত্মার শান্তি কামনা করে শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীদের দোয়া, আশীর্বাদ ও প্রার্থনা করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখা সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান।
জানা যায়, শেরপুর শহরের শীতলপুর এলাকায় জন্মগ্রহণকারী আমজাদ হোসেন আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি ব্যবসা এবং সমাজসেবামূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনে থেকে নেতৃৃত্ব দিয়েছেন।
ছাত্র জীবনেই তিনি ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অবিভক্ত জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে শেরপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শেরপুর পৌরসভার সাবেক ভাইস-চেয়ারম্যান আমজাদ হোসেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির পাশাপাশি জেলা চালকল মালিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রোটারী ক্লাবের সভাপতি এবং জেলা বঙ্গবন্ধু পরিষদ, জেলা যুবলীগ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন
এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি শেরপুর শহরের শীতলপুর এলাকায় হাজী কলিমদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং শেরপুর সরকারি কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বর্তমানে তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এবং সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।