ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ড.মু আনোয়ার হোসেন হাওলাদার। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলু রহমান।
পরে শহরের বিভিন্ন এলাকার ১০ জন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে হুইল চেয়ার, স্মার্ট সাদাছড়ি ও হেয়ারিং এইড বিতরণ করা হয়।