আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৮শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট মৃত্যু ৮ লাখ ৬০ হাজারের বেশি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজারের বেশি। মোট আক্রান্ত ৬ কোটি ২৫ লাখের ওপর।
দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১১শ’ ৬৬ মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। ১১শ’৩৩ মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে।দৈনিক প্রাণহানিতে কাছাকাছি অবস্থানে ভারতও। ১ হাজার ২৫ জনের মৃত্যুর পর সেখানে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৬ হাজার। মেক্সিকোয় কিছুটা কমেছে প্রাণহানি। বেড়েছে কলম্বিয়ায়। ৪শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে।