ডেস্ক নিউজ ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত এবং প্রায় দুইশ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর পশ্চিমের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই হামলা হয়।
জঙ্গিদল তালেবান এ হামলার দায় অস্বীকার করে এর নিন্দা জানিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
হামলার কয়েক ঘণ্টা পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কমিউনিটি হলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
বিয়ের অতিথি মোহাম্মদ ফারহাজ বিবিসিকে বলেন, কমিউনিটি হলে তিনি নারী অতিথিদের বসার জায়গায় ছিলেন। ওই সময় হঠাৎ করেই পুরুষ অতিথিদের বসার জায়গায় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। সবাই চিৎকার করে ও কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। বিস্ফোরণের ২০ মিনিট পরও পুরো হল ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। ওই সময় পুরুষদের বসার জায়গায় যারা ছিলেন তাদের সবাই হয় নিহত বা আহত হয়েছেন।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানের কুয়েতা শহরের একটি মসজিদে বোমা হামলায় তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ছোট ভাই নিহত হন। ওই হামলার দায়ও স্বীকার করেনি কেউ।
এছাড়া, গতরাতের হামলার দশ দিন আগেই কাবুলের এক পুলিশ স্টেশনে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত ও প্রায় দেড়শ’ জন আহত হন। তালেবান বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।
দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
শান্তি ফিরিয়ে আনার পথরেখা তৈরির ওই আলোচনার মধ্যেই দেশটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে।