আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ঢাকার নবাবগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনার ঘটে। এতে আরও হতাহতের ঘটনা ঘটেছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে মাঝিরপাড়া এলাকায় ঢাকাগামী বাস (ঢাকা-মেট্রে-ব-১১-৬৪২০) এন মল্লিক পরিবহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়। নিহত তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন।
নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশিকুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে।’
আমাদেরবাংলাদেশ/রিফাত