সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি :
সিরাজদিখানে মুন্সীগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে উপজেলার রাজনগর ইউনিয়নে ১০০টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়নের মিরাপাড়া গ্রামে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এ মাসুম ও রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সবুজ হোসেন বেপারীরসহ আরও উপস্থিত ছিলেন মেহের আলী মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শামীম চৌধুরী , সারোয়ার লস্কর,সাংবাদিক সুব্রত দাস রনক,ইমতিয়াজউদ্দিন বাবুল,সালাউদ্দিন সালমান,গোপাল দাস হৃদয়,ইমাইল খন্দকার,আব্দুর রাকিব,মোঃশহিদ প্রমুখ। উল্লেখ্য, মুন্সীগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের ২০১৮ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের নিয়ে কার্যক্রম, গরিব ও অসহায়দের চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।