আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মুন্সিগঞ্জে ৫৪৫ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও তিন রাউন্ড কার্তুজসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা।
আজ রবিবার (৬ই সেপ্টেম্বর) সকাল ৮টায় এসব তথ্য জানান ডিবি পুলিশ। পৃথকস্থানে চারটি অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়েছে। এর আগে শনিবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান পরিচালিত করা হয়।মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান,শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে পলাশ বেপারি (৩৩) ও মোঃপলাশ শেখকে (৩৫) ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক পলাশ বেপারির বাড়ি থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, পাচ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালি ম্যাগজিন আটক করা হয়। এরপর পূর্ব দেওসার গ্রামে অভিযান চালিয়ে মোঃ সোহেল মোল্লাকে(৩১) ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রাম থেকে মোঃ রুবেল শেখকে (৩২) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি সহ মোট চারটি মামলা রুজু করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত