আমাদেরবাংলাদেশ ডেস্ক।।একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বেলা ১১টায় শুরু হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নওঁগা ৬ এর প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম, ঢাকা ১৮ এর প্রয়াত সংসদ সদস্য সাহারা খাতুন এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রনব মুখার্জির জন্য শোক প্রকাশ করা হয় সংসদে।
এছাড়া শুক্রবার নারায়নগঞ্জের মসজিদে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রস্তাব আনা হয়। অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্য শাজাহান খান, জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্য সংসদ সদস্যরা।সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এ অধিবেশন মোট চার কার্যদিবস চলবে। প্রয়োজনে আরও দুই-তিনদিন বাড়তে পারে।
সংবিধানে ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। করোনার কারণে এবারও গণমাধ্যম কর্মীদের সরাসরি সংবাদ সংগ্রহের জন্য কোন কার্ড ইস্যু করা হয়নি।
৭ম ও ৮ম অধিবেশনের মতো এবারও সংসদ টেলিভিশন থেকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হবে।এছাড়া অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত