আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রধান আসামি আসাদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার তাকে আদালতে তোলা হয়।এছাড়া, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আছে তিনজন।
পুলিশ হেফাজতে আছেন প্রধান আসামি আসাদুল হকের ভাই আশরাফুল, সান্টু কুমার বিশ্বাসের ভাই শ্যামল কুমার বিশ্বাস ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের বাগানের মালি সুলতান কবির।
রবিবার বিকেলে আসাদুলকে তোলা হয় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হয় ১০ দিনের রিমান্ড। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।এর আগে শনিবার রাতে চাঞ্চল্যকর মামলাটির আসামি আসাদুল হককে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে ঘোড়াঘাট থানা পুলিশ।
এ হামলার ঘটনায় আগেই রংমিস্ত্রি নবীরুল ও সান্টুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এর আগে ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার নতুন আইও ডিবির ওসি ইমাম জাফর আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু।
অপর একজন আসামি আসাদুল হক অসুস্থ হয়ে পড়ায় সে র্যাবের হেফাজতে রংপুর মেডিকেলে ভর্তি ছিলেন।গত ২রা সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে সরকারি বাসভবনের নিরাপত্তা প্রহরীকে আটকে রেখে, ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) হেলিকপ্টারে ইউএনওকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় যুবলীগ কর্মী আসাদুল, রংমিস্ত্রি নবীরুল ও সান্টু কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
আমাদেরবাংলাদেশ/আরাফাত