জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং তা সরবরাহ করার অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের রাতুল বেকারীকে ৩০ হাজার টাকা, জনতা বেকারীকে ২০ হাজার টাকা, রুচিতা হোটেলকে ০৩ হাজার টাকা ও কুটুম বাড়ীকে ০৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
এসময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক এবং স্যানিটারী ইন্সপেক্টর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।