আমাদেরবাংলাদেশ ডেস্ক।।হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত