আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্যাতন, ধর্ষণ, হত্যা, গণকবর দেওয়া, গ্রাম ধ্বংস করাসহ নানা অপরাধের স্বীকারোক্তি দেয়া মিয়ানমার সেনাবাহিনীর দুই সৈনিক বাংলাদেশে আশ্রয় চেয়েছিলো। তবে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছিলো কি না তা জানা যায়নি।
মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের দাবি অনুযায়ী, ওই দুই সেনা মিয়ানমার সেনার পক্ষ ত্যাগ করে পালিয়ে যায়। এরপর তারা আরাকান আর্মির আশ্রয় গ্রহণ করে। আরাকান আর্মিই প্রথম তাদের স্বীকারোক্তি রেকর্ড করে। একপর্যায়ে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে গিয়ে তারা বাংলাদেশের আশ্রয় চায়। রোম স্ট্যটিউ অনুযায়ী বাংলাদেশ তাদের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে জানায়।
পক্ষত্যাগী ওই দুই সেনা সদস্য বর্তমানে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে আছে। ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথূ স্মিথ এক টুইটারে ওই দুই সেনার বাংলাদেশ-মিয়ানমার সীমন্তে অবস্থানের ব্যাপারে টুইট করেন। যেখানে তিনি বলেন, রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিচারের জন্য এই স্বীকারোক্তি খুবই গুরুত্বপূর্ণ। ওই দুই সেনাকে কোনো মামলায় রাজসাক্ষী হিসেবে দেখাতে পারে আইসিসি।
রোহিঙ্গাদের দেখা মাত্র গুলি করতে সৈনিকদের প্রতি নির্দেশনা ছিলো বলে আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বীকার করেছে মিয়ানমারের ওই দুই সেনা সদস্য। উত্তর রাখাইনে বহু সংখ্যক গ্রামবাসীকে হত্যা এবং গণকবর দেয়ার কথাও স্বীকার করেছে তারা। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস, কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ও ফরটিফাই রাইটস এ তথ্য জানায়।