আমাদেরবাংলাদেশ ডেস্ক।।উদ্দেশ্য ছিল ইউএনও ওয়াহিদা খানমকে খুন করা। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া চিকিৎসকও বলছেন, হামলার ধরনে হত্যার চেষ্টাই মনে হয়েছে।
ঘটনাটি নিছক চুরি- তা বিশ্বাস করতে নারাজ স্থানীয় লোকজন ও সহকর্মীরা। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, অনেক বিষয় সামনে রেখে তারা এগুচ্ছেন। এ পর্যন্ত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।হামলার প্রথমদিনের স্থানীয় সংসদ সদস্যের দাবি হত্যার উদ্দেশ্যেই ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা করা হয়েছে। তবে সন্দেহভাজনদের গ্রেপ্তারের পর র্যাব জানায় ঘটনার কারণ চুরি।
অনেকের মতো এ নিয়ে সন্দেহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভার কমিটির প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকেরও। তিনি বলেন, ‘ইউএনওর বাসায় চুরির ঘটনা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, তা আরও তদন্তের জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে ইউএনওদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন থেকে পুরো উপজেলা কমপ্লেক্স সিসিটিভির আওতায় আনা হবে।
সেখানে সারা রাত পাহারাদার থাকবেন।’ভেন্টিলেটর ভেঙ্গে সরকারি বাসায় প্রবেশ। হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদাকে। এক সপ্তাহেরও বেশী পার হয়েছে। তদন্ত ঘুরপাক খাচ্ছে চুরিকে ঘিরেই।শুধু চুরিই কারণ তা মানতে নারাজ তার সহকর্মী ও স্থানীয়রা। মেয়রও বলছেন হামলার পেছনে আছে অন্য কারণ।দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার বলেন, আমরা মনে করি হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা করা হয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই হামলার সঠিক বিচার চাই।দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। কোন মহল তার কাছ থেকে সুবিধা আদায় করতে পারেনি বলেই মনে হয় এই হামলা করেছে।চিকিৎসক বলেন, হামলার ধরন বলছে হত্যাই উদ্যেশ্য। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর নেওয়াজ বলেন, তাকে যেভাবে আঘাত করা হয়েছে আমার মনে হয়নি চুরির জন্য এভাবে কেউ কাউকে আঘাত করে। আমার মনে হয় তাকে হত্যার উদ্দেশ্যেই এভাবে আঘাত করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর বলেন, অনেকগুলো বিষয়কে সামনে রেখে মামলটির তদন্ত হচ্ছে। আমরা সবকিছু মাথায় রেখেই তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। কেউ আর্থিকভাবে এই হামলার সঙ্গে জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখছি।রংপুরের অতিরক্তি বিভাগীয় কমিশনারের নেতৃত্বে তদন্ত গঠিত কমিটির প্রতিবেদন দাখিলের সময়সীমাও পার হয়ে গেছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত