নিজস্ব প্রতিবেদক।। রংপুরের কোতেয়ালি, গংগাচড়া, তারাগঞ্চ,পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল ২০ অক্টোবর। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ব্রিফিং করেছেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু তারেকের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
ভোট গ্রহন শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার তার নির্দেশনামূলক বক্তব্যে বলেন, সকলকে ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু