গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক লিয়ন সরকারকে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত লিয়ন (২০) সম্পর্কে ছাত্রীটির চাচা।
প্রতিবেশী সাহেব মিয়ার ছেলে বখাটে লিয়ন মিয়া স¤পর্কে চাচা হলেও দীর্ঘদিন থেকে মেয়েটিকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এব্যাপারে লম্পট লিয়নের পরিবারকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার রাতে মেয়েটি পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যায়।
রাত ৮ টার দিকে টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ল¤পট লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার রাতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে লিয়নকে গ্রেফতার করে।
গাইবান্ধার সাদুল্যাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধার সাদুল্যাপুরে উত্তর দামেদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। এসময় প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল ভোরে জয়নাল মিয়ার গোয়াল ঘরের ভিতরের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । পরে পাশ্ববতী জোহা মিয়া , লাল মিয়া , রশিদ মিয়া সহ ৮টি পরিবারের ১২টি ঘর মালামাল পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ৩ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আন্ততে ক্ষতিগ্রস্তরা জানান ০৬টি গাভী সহ তাদের ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে সকালে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার খান বিপ্লব ও স্থানীয় চেয়ারম্যান এ জেড এম স্বাধীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
গাইবান্ধায় শিশু বলাৎকারের অভিযোগে মামলা
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধার সাদুল্লাপুরে ১০ বছরের এক ছেলেকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী শাকিল শেখ (২০) নামে এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বর্তমানে অসুস্থ শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি শাকিল শেখ সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়ার মো. মাজেদ শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। মামলার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ীর সামনে দাঁড়িয়ে থাকা ১০ বছরের শিশুটিকে (ছেলে) সুপারি কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী শাকিল।
এরপর শিশুটিকে উত্তরপাড়ার কান্তি বাবুর সুপারির বাগানে নিয়ে বলাৎকার করে। এতে অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে আসামি শাকিল বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শিশুটির বাবা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাতেই ছেলেকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে গাইবান্ধা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও এখনো তার অবস্থার উন্নতি হয়নি।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম