আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট শহরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়া গেছে। এখানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সবগুলো ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন শূন্য ভোট।
এই শহরটি হচ্ছে ডিক্সভিল নচ। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন। দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট দেন সেখানকার বাসিন্দারা।
৩ নভেম্বর মধ্যরাতে ডিক্সভিল নচের বালসামস রিসোর্টের দোতলায় ব্যালট রুমে গিয়ে ভোট দেন বাসিন্দারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ডিক্সভিল নচে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি সেখানকার পাঁচটি ভোটই পেয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি।
নিউ হ্যাম্পশায়ারের এই জনপদের নির্বাচনের ফল দেখে বলা যায় না কে মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
কারণ ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এই শহরে জয় পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পই মার্কিন প্রেসিডেন্ট হন।
এদিকে ডিক্সভিল নচের কাছাকাছি মিলসফিল্ডেও মধ্যরাতে ভোট হয়েছে। সেখানে ট্রাম্প ১৬-৫ ভোটে বাইডেনকে হারিয়ে জিতেছেন।