অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।চট্টগ্রামের লোহাগাড়া লোহাগাড়ায় দরবেশহাট ডিসি সড়কে অপরিকল্পিত গতিরোধক (স্পীড ব্রেকার) পার হওয়ার সময় ব্যাটারী চালিত রিক্সা উল্টে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। গত ০২ ডিসেম্বর বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার গৌড়স্থান গ্রামের নয়াবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত রিক্সা চালক মোহাম্মদ জাকারিয়া আলম (৩২) ওরফে মিন্টু। সেই পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার বাসিন্দা। তথ্যমতে তিনি বাঁশের তৈরী বড় আকারে ঝুঁড়িতে পান নিয়ে রিক্সা যোগে কেয়াজুপাড়া হতে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের উদ্দেশ্যে ওরান দেয়। সাথে ছিলেন তার বাবা সরওয়ার গাজী।
প্রত্যেক্ষদর্শীরা জানান, নয়াবাজার সড়কে গতিরোধক পার হওয়ার সময় রিক্সা চালক নিয়ন্ত্রণ হারয়ে রিক্সাটি উল্টে যায়। এসময় চালক নিজ রিক্সার চাপায় পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসাপাতালে ভর্তি করায় । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয়দেরমতে দরবেশহাট ডিসি সড়কে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে যত্রতত্র গতিরোধক (ষ্পীড ব্রেকার) স্থাপন করার ফলে প্রতি নিয়ত এ দূর্ঘটনা ঘটছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম