মইনুল হোসেন প্লাবন,শেরপুর।। শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, জননন্দিত নেতা এডভোকেট রফিকুল ইসলাম আধারের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও জনসভা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর বুধবার সকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের উত্তর গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও নৌহাটা মহল্লায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে রফিকুল ইসলাম আধারের সাথে সমাজসেবক মাছুদুল আলম সরকার, কুসুম সরকার, হাফেজ আব্বাছ আলী, আওয়ামী লীগ নেতা বাউল জুলহাস উদ্দিন, আবু মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তা, ব্যবসায়ী আমিনুল ইসলাম, আতিকুর রহমান চুন্নু, সাংবোদিক-মানবাধিকার কর্মী মইনুল হোসেন প্লাবন, সোনার বাংলা যুব সংঘ’র সাধারণ সম্পাদক মনিহার হোসেন, যুবলীগ নেতা ড. জাকির হোসেন জিহাদ, ছাত্রলীগ নেতা রাকিবুল আলম, চানু মিয়া, শফিকুল ইসলাম শামীম, শাহিনুর রহমান, নাহিদ হোসেন, সোহেল রানা, রিয়াদ হাসান হাবিলসহ অর্ধশতাধিক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, অবহেলিত উত্তর-পশ্চিম অঞ্চলের উন্নয়নে এলাকার কর্ণধার জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ দলের একটি বৃহৎ গণতান্ত্রিক অংশের সমর্থন নিয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এজন্য তিনি সকলকে লোভ-লালসা ও দলমতের উর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার আহবান জানান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম