
নয়ন হাসান বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুরে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও কেককাটার মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য,সংগ্রাম ও সাফ্যলের বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
(৪ ডিসেম্বর) সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগের (অস্থায়ী) কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছু ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ছাত্রলীগ সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চলনায় কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, যুগ্ন-সাধারন সম্পাদক পারভেজ কবীর, বিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বিরামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম,সাংগঠনিক সম্পাদক সোয়েব মন্ডল, উপজেলা,পৌর ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেনসহ বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম