ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে আজির হোসেন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য বিমাতা ভাইয়ের হাতে খুন হয়েছে।
নিহত আজির হোসেন বাদিনারপাড়া গ্রামের মৃত ইজ্জতউল্যার ছেলে। জানা গেছে, আজির হোসেনের সাথে তার বিমাতা ভাই আব্দুস ছাত্তারের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলে আসছিল। এরই জের ধরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় বিমাতা বড় ভাই আব্দুস ছাত্তারসহ তার লোকজন হাতে আজির হোসেনকে মারপিট করলে সে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন সাথে সাথে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আহত সাঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম