মইনুল হোসেন প্লাবন,শেরপুর।। শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি ও ডেমক্রেসিওয়াচ শেরপুরের যৌথ উদ্যোগে ১৮ জানুয়ারি উপজেলা সদর বাজারে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়।
ইউএসএ আইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে অনুষ্ঠিত ওই গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো,জুলফিকার হোসাইন রনি।
এতে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম৷অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার শিক্ষানবীশ স্নেহাশীষ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, শেরপুরের পিপিজে প্রকল্প সমন্বয়কারী শহিদুর রহমান প্রমুখ। এ গণশুনানী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগণ, এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম