আসাদুর রহমান/মহসীন কবীর:
শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আইন শৃংঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই আইন শৃংঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বোদ্দনাথ বিশ্বস, সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ, বেনাপোল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার হাওলাদার রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন,
বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্গ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হুসাইন, বাগচআঁচড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ চ্যাটার্জী ও কায়বা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পাচু দাসসহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ গণ।