আইপিএলে হায়দরাবাদ থেকে আবারো কলকাতায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩ কোটি ২০ লাক রুপিতে সাকিবকে কিনে নিয়েছে শাহরুখ খানের দল।
করোনার কারণে বেশ কয়েকমাস পিছিয়ে হচ্ছে এবারের আসর। তেরতম আসরের ভেন্যুও সংযুক্ত আরব-আমিরাত।
টাকার ঝনঝনানি আর গ্ল্যামারে ঠাসা ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, আইপিএল। চেন্নাইয়ের আইসিটি গ্র্যান্ড হোটেলে প্লেয়ার অকশানের আয়োজন এবার। অকশনে বাংলাদেশি পাঁচ ক্রিকেটার থাকায় টাইগার ফ্যানদের চোখও ছিল প্লেয়ার্স অকশনের আপডেটে।
১২৮ বিদেশির তালিকায় বিক্রি বাকি মাত্র ২২ ক্রিকেটারের। এবারো ফ্রাঞ্জাইজি আটটি। দুই কোটি রুপির ভিত্তিমূল্যে আবারো আইপিএল অকশন টেবিলে সাকিব। দর কষাকষিতে মুখোমুখি পাঞ্জাব কিংস আর কলকাতা নাইট রাইডার্স। তিন কোটি বিশ লাখ রুপিতে আবারো কলকাতায় সাকিব।
নাইট রাইডার্সের জার্সিতেই আইপিএল জার্নি শুরু ২০১১ সালে। টানা সাত মৌসুম রাইডারদের হয়ে আইপিএল মাতান সাকিব। ২০১৮তে ফ্র্যাঞ্চাইজি বদল; সাকিবকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় গেল আসরে হায়দরাবাদ ছেড়ে দেয় টাইগার অলরাউন্ডারকে।
আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ৭৪৬ রান করেছেন সাকিব; উইকেট শিকার ৫৯টি। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আইপিএলেও সেরা টাইগারের ঠিকানা হল পুরনো ড্যারায়ই।