মোঃ ফয়সাল খুলনা জেলা প্রতিনিধি: খুলনা বিভাগের ১০ জেলায় এ বছর ৪ হাজার ৯৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে খুলনায় সর্বাধিক ৯৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া যশোরে ছয়শত ৭৮টি, মাগুরায় ৬৫৩টি বাগেরহাটে ৬৪১টি এবং নড়াইলে ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরায় ৫৭৮টি, ঝিনাইদহে ৪৩৫টি, কুষ্টিয়ায় ২৪৬টি, চুয়াডাঙ্গায় ১১৭টি এবং মেহেরপুরে ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে খুলনা বিভাগে ৪ হাজার ৮৪১টি পূজা অনুষ্ঠিত হয়ে ছিল।অর্থাৎ এ বছর ১২৯টি বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য, শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে
শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে বিভাগীয় কোর কমিটির সভায় এ তথ্য জানানো হয়। কোর কমিটির সভায় পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, স্বেচ্ছাসেবক নিয়োগ, সার্বক্ষণিক বিদ্যুৎ, পানি
সরবরাহ ও চিকিৎসা সেবাপ্রদান, নিয়ন্ত্রণকক্ষ খোলা, প্রয়োজনে সিসি টিভি স্থাপন, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করাসহ প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণ (রাত ৮টার মধ্যে) ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় পুলিশ বিভাগসহ খুলনা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের প্রতিনিধি, ১০ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি ও ১০ জেলার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।