জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট পৌরসভার উদ্যোগে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জয়পুরহাটে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা রক্ষার লক্ষ্যে পৌর এলাকার ১৩২টি মসজিদে মাস্ক, সাবান, ডিটারজেন্ট ও বিøচিং পাউডার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় কেন্দ্রীয় মসজিদে সামনে এসব বিতরণ করা হয়।
এসময় জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রসাশক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় সহ অনেকে।
এছাড়াও করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় সাশ্রয় মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু করা হয়েছে।