নিউজ ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকায় বিনা অভিযোগে আটক ইরানের প্রেস টিভি’র নারী সাংবাদিক মার্জিয়া হাশেমিকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এই গ্রেফতারের ঘটনাকে ‘রাজনৈতিক চালবাজি’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান।
জন্মসূত্রে আমেরিকার নাগরিক মার্জিয়া হাশেমি ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার। তাকে গত রোববার আমেরিকার মেসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিনা কারণে আটক করা হয়। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেয়া হয়নি এবং এই দুই দিন তিনি কার্যত নিখোঁজ ছিলেন।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ সম্পর্কে ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “মার্জিয়া হাশেমি একজন ইরানির স্ত্রী; কাজেই তিনি এখন ইরানি নাগরিক। কাজেই আমরা আমাদের নাগরিকের অধিকার রক্ষাকে আমাদের দায়িত্ব বলে মনে করি।”
তিনি বলেন, “আমেরিকায় তাকে গ্রেফতারের ঘটনাকে আমরা অগ্রহণযোগ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদেক্ষপ এবং বাক স্বাধীনতা লঙ্ঘন হিসেবে দেখছি।” জারিফ বলেন, “মার্কিনীদেরকে অবিলম্বে এই রাজনৈতিক চালবাজির অবসান ঘটিয়ে তাকে মুক্তি দিতে হবে।”
আমেরিকায় জন্মগ্রহণকারী মার্জিয়া হাশেমি বহু বছর যাবত ইরানে বসবাস করছেন। তিনি নিজের অসুস্থ ভাইকে দেখতে এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকা সফরে গিয়ে বিমানবন্দরেই আটক হন। তিনি তার মেয়েকে জানিয়েছেন, তাকে হ্যান্ডকাফ ও ডাণ্ডাবেরী পরানো হয়েছে এবং দাগী আসামীর মতো ব্যবহার করা হয়েছে।
প্রেস টিভির এই ধর্মপ্রাণ নারী সাংবাদিক আরো জানিয়েছেন, মার্কিন নিরাপত্তা বাহিনী জোর করে তার হিজাব খুলে ফেলে সেই অবস্থায় তার ছবি তুলেছে।
সূত্র: পার্সটুডে