গলাচিপায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
-
৬৭
বার দেখা হয়েছে

গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মোহম্মদ হানজালা নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহম্মদ হানজালা গলাচিপা শহরের কলেজ পাড়ার একটি টিনের আড়ত থেকে টিন বোঝাই করে ইঞ্জিন চালিত একটি ভ্যান দ্রুত গতিতে রতনদি তালতলী ইউনিয়নের বদনাতলী যাচ্ছিল। পথিমধ্যে কালিকাপুর কালামের গ্যারেজের সামনে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হানজালার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন হানজালাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media