আমাদেরবাংলাদেশ ডেস্কঃ এবারের জাতীয় লিগে খেলার জন্য তারকাদের বিপ টেস্টে কমপক্ষে ১১ পয়েন্ট তুলতে হবে বলে জানিয়েছিল বিসিবির পক্ষ থেকে। আর সেই বিপ টেস্টেই ১১ এর বেশি পয়েন্ট পেয়েছে তামিম ইকবাল।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেনি তামিম ইকবাল। ওই সময়টাতে তিনি ছিলেন বিশ্রামে। ওই সময়টাতে তিনি নিজের ফিটনেস নিয়ে ব্যস্ত ছিলেন। সেটার সুফলই পেয়েছেন বিপ টেস্টে।
এবার বিপ টেস্টে তামিম ইকবাল ১২.১ পয়েন্ট পেয়েছেন। বুঝাই যাচ্ছে তিনি নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি কাজ করেছেন।