গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার নির্মিত ঘর পরিদর্শনে জেলা প্রশাসক
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৫ মে, ২০২১
-
৭৫
বার দেখা হয়েছে

সজ্ঞিব দাস।। পটুয়াখালীর গলাচিপায় শনিবার মুজিববর্ষে গৃহহীন ভূমিহীনদের প্রধানমন্ত্রীর উপহার আ্রশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ও নির্মানাধীন ঘর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়ণকেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির উপজেলার আমখোলা, পানপট্টি, রতনদি তালতলী ও ডাকুয়া ইউনিয়নে মির্মিত ও নির্মানাধীন ঘর পরিদর্শণ করে সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন।
এছাড়া তিনি ২০১৭-২০১৯ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়ণকেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
আ/রি
Please Share This Post in Your Social Media