শেরপুর সংবাদদাতা।। শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তসৈনিক বাংলাদেশ’ নকলা শাখার কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল আমিনের জন্মদিন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে পৌর শহরের কাচারি মোড়ে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্ত রোগী, অস্ত্রোপচার কিংবা প্রসূতি মা ও থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত প্রয়োজন হয়।
কিন্তু ওই গুরুত্বপূর্ণ সময়ে রক্তদাতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই রক্তদানে উদ্বুদ্ধ ও জনসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
দিনব্যাপী ওই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার আহাম্মেদ, রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ, প্রতিষ্ঠাতা আল আমিন, রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা মÐলীর সদস্য তাহমিনা জলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী আমিনুল ইসলাম, রক্ত সৈনিক নকলার সভাপতি ফজলে রাব্বী, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক মকিব হোসেন প্রমুখ।
জানা যায়, দিনব্যাপী ওই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৩ শতাধিক মানুষের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়। একইসঙ্গে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য প্রচারপত্র বিলি ও করোনার প্রাদুর্ভাব হতে রক্ষা পেতে সাধারণ মানুষের মধ্যে মাস্কও বিতরণ করা হয়।