চরফ্যাসন(ভোলা)সংবাদদাতা।। ভোলার চরফ্যাসনের চর মাদ্রাজ ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর রহমান দেওয়ান এর সমর্থক মাহফু শেখ শনিবার বিকেলে সাড়ে ৫টায় নতুন স্লুইজ বাজারে ইউপি নির্বাচনে ফুটবল মার্কার সমর্থন করায় প্রতিপক্ষ প্রার্থী মনির হোসেন( মোরগ মার্কা) নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ফুটবল মার্কার পোষ্টার ছিড়ে ফেলেছে এবং মাহফু শেখ আহত হয়েছেন।
আহতদের চরফ্যাসন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ফুটবল মার্কার প্রার্থী লুৎফর রহমান দেওয়ান, অভিযোগ করে বলেন – শনিবার বিকেলে সাড়ে ৫টায় নতুন স্লুইস বাজারে তার ফুটবল মার্কার গনসংযোগ কালে প্রতিপক্ষ প্রার্থী মনির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার সমর্থকদের ওপর হামলার করে এবং মার্কা ছিড়ে ফেলে। এসময় আমার সমর্থক মাহফুকে পিটিয়ে আহত করে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।