নিজস্ব প্রতিবেদক।। ঢাকার আশুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
রবিবার (২৭ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ।
এর আগে (২৭ জুন) ভোররাতে আশুলিয়ার পাবনারটেক এলাকায় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলেন, ঢাকা জেলার রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন (৩৮), সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮), আশরাফ আলী (৪০), বরিশাল জেলার আল আমিন (২৫), এবং জামালপুর জেলার রোকনুজ্জামান (৩৪)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সাভার আশুলিয়া ও ধামরাই এলাকায় ৮-৯ জনের সদস্য মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করত। রবিবার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছে উদ্ধার করা হয় ০৫ টি হাশুয়া, ০১ টি দা, ০১ টি করাত, ০১ টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ০১ ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯,৭২৫ টাকা।
র্যাব-৪ সিপিসি-২ কমান্ডার লেফটেন্যান্ট মো: রাকিব মাহমুদ জানান, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ৎ
আমাদেরবাংলাদেশ.কম/রাজু