
চরফ্যাসন(ভোলা)সংবাদদাতা।। ভোলার চরফ্যাসনের চরকলমি ৯নং ওয়ার্ডের চর মঙ্গল মৌজায় লগ্নীর (ভাড়া) জমিতে ফসল পাহারা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন, রাজু, জাকির শিকদার ও নুর হোসেন শিকদার। আহত রাজু ও জাকির শিকদার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
আহত রাজু জানান, গতকাল বিকেলে আমাদের চাষের জমির ফসল হাস মুরগী,গরু ছাগল নষ্ট করে কিনা তা দেখতে গিয়ে জমির পাশে বসি। কিছুক্ষণ পর পিছন থেকে আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয়, আমি ফিরে তাকাতেই ইয়াছিন সর্দার ও তার ছেলে শাহিনসহ কয়েকজন আমার উপর চারদিক থেকে হামলা করে। পরে খবর পেয়ে আমার চাচা জাকির শিকদার আমাকে উদ্ধার করতে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধীয় জমির দখলকে কেন্দ্র করে জমির মালিকানা দাবিকারী ইয়াছিন সর্দার গং এর সাথে অপর পক্ষ লোকমান হোসেন গং এর লগ্নী(ভাড়া জমি) চাষী নুর হোসেন শিকদার গং এর সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে অভিযুক্ত শাহিন জানান, আমরা পরাজিত মেম্বার প্রার্থী জাকির শিকদার এর পক্ষে ইউপি নির্বাচনে কাজ না করায় বিরোধীয় জমির মালিকানা দাবিকারী লোকমান হোসেনের পক্ষে জাকির শিকদারের নেতৃত্বে জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে এই হামলা চালানো হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।