চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। চরফ্যাসনের দুই সংবাদকর্মিকে মারধরের ঘটনার মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাতে দুলারহাট থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতা হলেন মোঃ হিরন (২৫), মোঃ হান্নান (২৩), মোঃ শরীফ (২০), আল আমিন (২১)। মামলা সূত্রে জানা গেছে,
গত ২০ জুলাই চরফ্যাসন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মতিন মাঝি ও হানিফ গ্রুপের ভাড়া করা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলে ওই এলাকার নোমান ও সিরাজুল ইসলাম নামের স্থানীয় দুই সংবাদকর্মির পিতার জমি দখল নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে সংবাদকর্মীদের মারধর করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।