সঞ্জয় কর্মকার যশোর থেকে।। যশোরে নতুন মাদক এসকাফ কোডিনি ফেনসিডিল ও গাজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১০ আগষ্ট) বিকেলে যশোরের চালিতাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন, আবু সাঈদ, রবিউল ইসলাম, মেহেদী হাসান, কামরুল ইসলাম ও তানজিলা বেগম।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিলের বিকল্প মাদক ESKUF CODIENE চোরাচালান রোধে অভিযান চালানো হয়। অভিযানে ভারতের হরিয়ানা প্রদেশের LABURATE PHARMACITICALS INDIA LTD কোম্পানির তৈরি এসকাফ কোডিনির ৪২ বোতল উদ্ধার করা হয়। অন্যদিকে আরেক অভিযানে যশোরের ভবেরবেড় এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাজা উদ্ধার করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত