চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপ-মন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত নেতা বিশ্ব ইতিহাসে বিরল।
রবিবার (১৫আগস্ট) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাঙ্গালী জাতির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু সারাজীবন কাজ কজরেছেন। বঙ্গবন্ধুর আদর্শে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র এসএম মোরশেদ,প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ নেতৃবৃন্দ।