গলাচিপা প্রতিনিধি।। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নাসিরউদ্দিন হাওলাদার এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিয়ে মীর্জাগঞ্জ মাজার মসজিদে জুমার নামায আদায় করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ থেকে মীর্জাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম মীর্জাগঞ্জ সফর করলেন তারা। জুমার নামায শেষে মীর্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা (রহ) এর মাজার জিয়ারত ও দোয়া করেন তারা।
এ বিষয়ে গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, আমি নির্বাচনের আগে প্রায়ই এখানে এসে জুমার নামায আদায় করতাম। নির্বাচনের পর এই প্রথম ইউপি সদস্যদের নিয়ে এসেছি এখানে। এখানে আসলে আত্মার শান্তি লাভ হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম