এ জীবন অনেক দামি: লেখক মুসফেরাতুন পাখি
জীবন হালকা, বাতাসের বৈরী হাওয়া, জীবন আনন্দময়,কিন্তুু দূর্দান্তপনা।
জীবন আবার, অনেক কঠিন,
অনেক দামি, মনের অজান্তেই সবাই কিন্তুু ভালোবাসি।
এ জীবন মানুষের তরে,বিলীন
লক্ষ জনতার হাসি।
বন্ধু এ জীবন অনেক দামি।
জীবন আবার সহস্র পথ, আবার আলোর দিশা।
জীবন কিন্তু সংকীর্ণময়, অন্ধকারে ঠাসা।
কারো জীবন এলোমেলো নদীর কূলে ভাসা।
কারো জীবন ছন্দ’ মায়ায়
রঙিন স্বপ্ন নেশা।
এ জীবন অনেক ভাবায়।
এই ছোট্ট জীবনে অনেক কিছু সাজায়,অনেক কিছু হারায়।
মনের ক্যানভাসে সারা দুনিয়াটা আঁকায়।
এ জীবন ফুলোবনে গাঁথা।
মায়ার আবরণ দিয়ে ঢাকা।
এ জীবন মানুষের তরে বিলীন লক্ষ জনতার আশা।
এ জীবন অযথায় হারিয়ে ফেলো না।
ও বন্ধু জীবন কিন্তু অনেক দামি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু