সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর গলাচিপায় জাল দলিল করে জমি দখল করায় আদালতে মামলা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতবক নামক গ্রামে।
ভুক্তভোগী ও মামলার বাদী মো. এজাহার আকন (৪৫) বলেন, আমার বাবা মৃত. আ. খালেক আকন এ পর্যন্ত যতগুলো ব্যাংকিং কার্যক্রম, দলিল বেচা কেনাসহ সকল ধরণের কার্যক্রমে তিনি তার হাতের টিপসই ব্যবহার করেছেন। তিনি স্বাক্ষর দিবেন তো দূরের কথা তিনি জীবনে কোনদিন পড়ালেখাই করেন নি। কিন্তু এলাকার অসাধু কাজী মোশারফ হোসেন মোল্লা (৫৫) এবং মো. নজরুল মুহরী (৫৪) একত্রিত হয়ে জাল দলিল তৈরি করে আমাদের জমি দখলের চেষ্টা করতেছে।
তারা যদি আমাদের জায়গা বাবার কাছ থেকে কিনেই থাকেন তাহলে বাবা জীবিত থাকা অবস্থায় কেন আসেন নাই? বাবা মারা যাওয়ার পরে তারা বাবার নামে ভ‚য়া (জাল) দলিল তৈরি করে বাবার স্বাক্ষর বানিয়ে জমি দখল করতে আসে। অথচ বাবা পড়ালেখা জানতেন না। তাই আমি সঠিক বিচার পাওয়ার জন্য অসাধু কাজী মোশারফ হোসেন মোল্লা এবং মো. নজরুল এই প্রতারক চক্রের বিরুদ্ধে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং- ৮৭/২১ তারিখ- ৩১/০১/২০২১ খ্রি.। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী ডিবি পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম