নাজমুল ইসলাম।। বাকেরগঞ্জে এসএসসির ফরম ফিলাপে কলেজগুলো বোর্ড ফির ৪ থেকে ৫ গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ করছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, বোর্ডের নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ১১শ ৬০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৭০ টাকা থাকলেও কলেজগুলো ৬ থেকে ৮ হাজার টাকা করে আদায় করছেন পরীক্ষার্থীদের কাছ থেকে। এদের মধ্যে কলসকাঠী ডিগ্রি কলেজে, বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজে ৬ থেকে ৮ হাজা টাকা।
আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজে, আতাহার উদ্দিন ডিগ্রি কলেজে, কেজিএস স্কুল অ্যান্ড কলেজে, বাদল পাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৬ হাজার টাকা। হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে সাড়ে ৬ হাজার টাকা। এমএ মালেক ডিগ্রি কলেজে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। কবাই ইউনিয়ন ইসলামিয়া ডিগ্রি কলেজে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা। সিএনবি ডিগ্রি কলেজে ৫ হাজার টাকা করে ফরম ফিলাপে আদায় করেন। তবে এসব বিষয়ে কলেজ প্রধানরা বলছেন, মাসিক বেতন ও অন্য কিছু খরচ ফরম ফিলাপের সঙ্গে নিতে হয় যার ফলে মনে হয় ফরম ফিলাপে বেশি টাকা নিচ্ছি।
বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকমল হোসেন জানান, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। কারও অভিযোগ থাকলে লিখিত দিলে আমি ব্যবস্থা নেব।