হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় গাজিগড় থেকে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ভোরে থানা পুলিশ একটি নারী অবয়বে তামার মূর্তি উদ্ধার করেছে।
গাজিগড় গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল মজিদ তার নিজ জমি চাষ করতে গিয়ে মূর্তিটি পায়। খবর পেয়ে রাণীশংকৈল থানার এস আই হাফিজ ও সঙ্গীয় ফোর্স স্থানীয়দের সহোযোগিতায় এটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে এদিন দুপুর ২ টায় ইউএনও বরাবরে জমা করেন। জানা গেছে মূর্তিটির উচ্চতা ৩ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ২০০ গ্রাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিফ কবির জানান উদ্ধার করা অর্ধখন্ড নারী অবয়বে তামার তৈরী মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম